জেলা তথ্য অফিসের কার্যক্রমঃ
জেলা তথ্য অফিস সরকারের গণযোগযোগ অধিদপ্তরের অধীন তথ্য মন্ত্রণালয়ের একটি প্রচারধর্মী সেবামূলক প্রতিষ্ঠান। সরকারের কর্মসুচী ও নীতি সম্পর্কে দেশের জনসাধারণকে অবহিত, শিক্ষিত ও উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করে।
বিভিন্ন সামিাজিক, অথনৈতিক, ও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুতে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও সুনির্দিষ্ট প্রচার কৌশল অবলম্বন করে। এডভোকেসি প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে এ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস জনসাধারণকে
সেবা প্রদান করে থাকে।
জেলা তথ্য অফিসের গ্রাহকঃ
গ্রামীণ কৃষক, শ্রমিক, মহিলা এবং শিশুসহ দেশব্যাপি তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর বিশাল জনগোষ্ঠী।প্রচারের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্র সমুহঃ
* শিশু ও নারীশিক্ষা * নারী পুরুষের বৈষম্যরোধ
* শিশু ও নারী অধিকার * বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ
* জন্ম নিয়ন্ত্রন ও জন্ম নিবন্ধন * এইচআইভি/ এইডস প্রতিরোধ
* নিরাপদ মাতৃত্ব * মাদকের অপব্যবহার রোধ
* টীকাদান কর্মসুচী * বৃক্ষরোপন
* স্যানিটেশন * আত্ম ও নতুন কর্মসংস্থান সৃষ্টি
* বার্ড ফ্লু প্রতিরোধ * সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের
* নির্বাচনী প্রচার
সেবা প্রদানের পদ্বতি বা কৌশলঃ
* ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী * উদ্বুদ্ধকরণ লোকসংগীতানুষ্ঠান
* সেমিনার/মহিলা সমাবেশ/ কমিউনিটি সভা * আলোচনা সভা ও উঠান বৈঠক
* শিশু, কিশোর ও নারী মেলা * কথামালা প্রচার (মাইকিং)
* খন্ড সমাবেশ * শব্দযন্ত্র স্থাপন
* অশীলতা বন্ডে সিনেমা হল পরিদর্শন * জনমত প্রতিবেদন
জনগণ কিভাবে উপকৃত হয়ঃ
জনগণের জীবনমান উন্নয়নের সাথে সংশিষ্ট বিষয়ঃ শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন সম্পর্কে অধিদপ্তরের প্রচার কৌশল প্রদর্শনের মাধ্যমে জেলা তথ্য অফিসের দক্ষ কর্মচারীবৃন্দ তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করেন।
কিভাবে সেবা পাওয়া যায়ঃ
জেলা তথ্য অফিসের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিনিউটি লিডারদের অন্তভুক্ত করা হয়। তাদের মাধ্যমে অথবা সরাসরি অথবা জেলা তথ্য অফিসে যোগাযোগ করে সাধারণ মানুষ সেবা গ্রহণ করতে পারে।
কোন শাখা অফিস নাই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS